লালসবুজের ঋণ

25

আনোয়ার আল ফারুক

ডাক পড়েছে ডাক পড়েছে দেশ স্বাধীনের ডাক
মাথার উপর পাকসেনাদের বন্দুকের নল তাক
ছাড়ল জাতি জানের মায়া
মাড়ায় তারা শত্রুর ছায়া;
অবশেষে মোড় ঘুরিলো স্বাধীনতার বাঁক।

খুন ঢেলে সব বীরবাঙালী মুক্ত করলো দেশ
ধরার বুকে লালসবুজকে করলো তারা পেশ,
দীলে তাদের ছিলো না ভয়
তাইতো তারা পেল যে জয়;
তাদের ত্যাগে আজো বয়ে মুক্ত হাওয়ার রেশ।।

আমরা এখন স্বাধীন জাতি, নয়তো পরাধীন
ইথার ইথার বাজছে এখন স্বাধীনতার বীণ,
স্বাধীনতা মায়ের হাসি,
তাইতো তাকে ভালোবাসি;
বীর বাঙালি শোধলো শেষে লালসবুজের ঋণ।

জীবন দিয়ে রাখবো ধরে স্বাধীনতার মান
দারাজ গলায় গাইবো সবে মুক্তহাওয়ার গান,
স্বাধীনতার এই অহংকার
দেশ প্রেমেরই নব ঝংকার;
উপচে পড়ুক এই সবুজে সুখ জোয়ারের বান।