সিলেটের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান গ্রিণ ডিজঅ্যাবল ফাউন্ডেশন (জিডিএফ) এর শিক্ষার্থীরা রোপণ করেছে সিলেটেরপরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’ এর বৃক্ষ ভিক্ষার গাছ।
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নিজ হাতে সংগঠনটি থেকে দেওয়া ১০টি ফলজ ও ঔষুধী গাছ রোপণ করেন।
কর্মসূচিতে সহযোগিতা গ্রিণ এক্সপ্লোর সোসাইটি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠনের (প্রাধিকার) নেতৃবৃন্দ অংশ নেন।
দুপুর ১২টায় নগরের জিন্দাবাজার এলাকার জিডিএফ এর কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সভা হয়। সভায় জিডিএফ-এর নির্বাহী পরিচালক বায়েজিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, জিডিএফ এর প্রধান উপদেষ্টা সমিক শহিদ জাহান, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি মো. হাসনাইন আহম্মেদ, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠন আনিস মাহমুদ, সংস্কৃতি ও পরিবেশকর্মী বিমান তালুকদার, স্বপন মাহমদু, জিডিএফ-এর ব্যস্থাপক ও পরিবেশকর্মী রিপন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রিণ ডিজেবল ফাউন্ডেশনের শিক্ষক নমিতা রানী দে, সাবিনা ইয়াসমিন, খালেদা আক্তার রিবা, ইমজা সদস্য রুহিন আহমদ, পরিবেশ কর্মী সোহাগ যাদু, তৌহিদুল ইসলাম রুবেল, মাহবুব রাসেল, অলোক চৌধুরী, ঝুমা আহমেদ, প্রমিত আকাশ, ফারজানা তাবাসসুম ঐশী প্রমুখ।
নিজ হাতে গাছ লাগিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েস মিয়া, সমী রঞ্জন বিশ্বাস, রোকসানা বেকম, তাবাসসুম ফেরদৌস চাদনী, মৌমি আক্তার, নাদিয়া বেগম, শোয়ব হোসেন, কামরান হোসেন, রিয়া বেগম, শুভা। বিজ্ঞপ্তি