কাউন্সিলর উজ্জ্বলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বিশিষ্টজনের

2

সিলেট সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ওয়ার্ডের বিশিষ্টজনেরা। গতকাল এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন- হাজী মোহাম্মদ নুরুল ওয়াহিদ মোতাওয়াল্লী, আগপাড়া জামে মসজিদ, মো. কামাল উদ্দিন সাধারণ সম্পাদক, আগপাড়া জামে মসজিদ, তপন মিত্র, কৃষি ও সমবায় সম্পাদক, মহানগর আওয়ামী লীগ, মো : নজরুল ইসলাম এহিয়া ধর্ম বিষয়ক সম্পাদক মহানগর আওয়ামী লীগ, মো. রফিকুল হোসেন সহ সভাপতি, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, খোকন কুমার দত্ত অ্যাডভোকেট সিলেট জজ কোট, ডাঃ আজিজুর রহমান সহকারী অধ্যাপক, ওবায়দুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা, শিমুল চক্রবর্তী, সাধারণ সম্পাদক ১৮ নং ওয়ার্ড পুজা উদযাপন পরিষদ, ডা. এম আহমদ সেলিম,মেকদাদ আহমদ খান, মিশফাক আহমদ চৌধুরী মিশু সভাপতি সম্মিলিত নাট্য পরিষদ, সাধারণ সম্পাদক সেবক সংঘ, মো. তারু মিয়া, ঝর্ণারপাড়, মো. আব্দুল হান্নান, মোতাওয়াল্লী কুমারপাড়া জামে মসজিদ, দেওয়ান গোলাম রব্বানী এডভোকেট সিলেট জজ কোট, আব্দুল হালিম সুনু মিয়া মোতাওয়াল্লী ইব্রাহীম খলিলুল্লাাহ জামে মসজিদ, আব্দুল হামিদ মানিক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাাহ জামে মসজিদ, শেখর চক্রবর্তী সার্বজনীন পুজা কমিটি মিরাবাজার, এডভোকেট কুতুব উদ্দিন আহমদ, সাবেক পৌর কমিশনার, মো. মুশফিক উস সামাদ চৌধুরী মোতাওয়াল্লী ঝেরঝেরীপাড়া জামে মসজিদ, ডাঃ ফাতেমাতুজ জহুরা, শ্যামল দে সাদারণ সম্পাদক বলরাম জিউর আখড়া মিরাবাজার, তাপসী চক্রবর্তী লিপি সহ-সাধারণ সম্পাদক সোপান সিলেট, অজিত রায় ভজন সভাপতি জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট নিখিল রায় পুজন উপদেষ্টা প্রত্যায় ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা, রজত দত্ত চৌধুরী সহ সাধারণ সম্পাদক রায়নগন পুজা কমিটি,চয়ন পাল সদস্য সিলেট ইলেকট্রিক এসোসিয়েশন, তারেক আহমদ খান আহবায়ক কমিটির সদস্য এভারগ্রীণ সমাজ কল্যাণ সংস্থা, মো. হারুনুর রশিদ, সঞ্জয় কৃষ্ণ দাস প্রভাষক সিলেট কমার্স কলেজ, এ্যাপলো চৌধুরী, পরিচালক সোনার বাংলা মেডিকেল হল রায়নগর, জীবন দাশ প্রচার সম্পাদক মাতৃভক্তি সামাজিক সংগঠন, ডা. রাজীব চক্রবর্তী শিশু বিশেষজ্ঞ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহানা আক্তার সহকারী শিক্ষক ব্লু-বার্ড হাই স্কুল, মাসুক এলাহী চৌধুরী অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মকর্তা,মো. আব্দুল কাদির সুহেব, ব্যবসায়ী মেসার্স ইরফানিয়া কর্পোরেশন, মো: অকবর হোসেন সেলিম মোতাওয়াল্লী শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদ, মো: মুজিব খান, প্রমুখ। বিজ্ঞপ্তি