বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সভাপতি, সাবেক নৌ পরিবহণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, মেহনতি মানুষের মুক্তির বারতা নিয়ে এদেশের রাজনীতিতে ধুমকেতুর মত আবির্ভাব ঘটেছিল শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি আপামার জনতার সমর্থন ও সহযোগিতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে সফলতার সাথে বাংলাদেশকে আজ উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের পরিবহণ মালিক ও শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি সোমবার রাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির স্থায়ী কার্যালয় উদ্বোধন ও মালিক-শ্রমিক সমাবেশ উপলক্ষে আয়োজিত এক মালিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ মজুমদার।
ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ লিপু, জালালাবাদ মটরসের জিএম জাহাঙ্গির আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি শাহনুরুর রহমান, সহ সভাপতি পুলক কবির চৌধুরী, মোঃ আতিকুর রহমান, হাজী মোহাম্মদ মছব্বির, আফজাল আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, নারায়ন পুরকায়স্থ ফনি, কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন সহ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ কয়ছর আলী জালালী, মোঃ সোহরাব আলী, নূর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জিক লিটু, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মুহিদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুম্মা আব্বাস রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আকমাম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য মফিজ উদ্দিন, ফয়জুর রহমান জাহেদ, সিলেট জেলা ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি