৪ ঘন্টা পর ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, যোগাযোগ স্বাভাবিক

6

স্টাফ রিপোর্টার :
সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪ ঘন্টা পর লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর প্রায় ৪ঘন্টা পর বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশন ক্লার্ক জহর লাল দাস।