জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ধান কাটা শুরু হওয়ায় কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। যদিও বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও প্রত্যাশা অনুযায়ী ধান না পেলেও যা পেয়েছেন তাতেই কৃষকরা অনেক খুশি হয়েছেন।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে দেখা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া হাওরে বি-৪৮ ও স্থানীয় নাম রোয়াছি ধান জমি থেকে কেটে সড়কে এনে মাড়াইয়ের জন্য রাখছেন শ্রমিকরা।
এ সময় কৃষক ময়না মিয়া বলেন, আমি ৩ কেদার জমি আবাদ করেছি। আশা করেছিলাম কেদার প্রতি ১৫ মণ ধান পাবো। কিন্তু বন্যার পানিতে জমি তলিয়ে যাওয়ায় ধান নষ্ট হয়ে যায়। তবে বন্যার পানি কমে যাওয়ার পর নষ্ট হওয়া ধানে আবারো নতুন চারা গজিয়ে ধান হয়েছে। যে কারণে বর্তমানের কেদার প্রতি ৫/৬ মণ ধান পাচ্ছি। এতেই আমি অনেক খুশি। আরেক কৃষক আবলুছ মিয়া বলেন, আমি এবার ৫ কেদার জমি আবাদ করেছি। তবে প্রত্যাশা অনুযায়ী ফলন না পেলেও যা পেয়েছি তাতেই আমরা আনন্দিত।