স্টাফ রিপোর্টার :
সুনাগঞ্জে মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল দ্রব্য বিক্রির দায়ে ৫টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, সোমবার বেলা ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এবং মোঃ শফিকুল ইসলাম,সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও বাজার এলাকায় একটি মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে শাহবাজ স্টোরকে ৫ হাজার টাকা, জাহিদ স্টোরকে ৬ হাজার টাকা, এস আলী স্টোরকে ৩ হাজার টাকা, শাহদামরী স্টোরকে ৪ হাজার টাকা ও মনিসা ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।