সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা’র সভাপতি কাজী মহসিন কবির দিদার, রিহ্যাব টেকনিশিয়ান নুরী খাতুন, ফিল্ড অফিসার সুহেল আহমদ, মিষ্টার নূর, মোছাঃ মৌসুমী আক্তার, রাসেল আহমদ প্রমুখ। এছাড়াও সিএসআইডি’র বিপুল সংখ্যক কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি