বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে ॥ সিলেটের ৪ জেলায় বিএসটিআইর অভিযানে ২১টি মামলা দায়ের

6

স্টাফ রিপোর্টার :
বিএসটিআইর সনদ ও ওজনে কম দেয়ার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানে গত ১ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ৪ জেলার বিভিন্ন এলাকায় ২০টি বিশেষ অভিযান পরিচালনা করে ২১টি নিয়মিত মামলা দায়ের করেছে সিলেট বিএসটিআই বিভাগীয় অফিস।
বিএসটিআই জানায়, সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই বিভাগীয় অফিস এর সিএম ও মেট্রোলজি উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮”, “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর বিভিন্ন ধারায় এবং বিএসটিআই’র লাইসেন্স বাতিলকৃত ও স্থগিতকৃত পণ্যসমূহ বাজার হতে প্রত্যাহারের উদ্দেশ্যে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেট এর নিজস্ব উদ্যোগে মোট ২০টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র সিএম সনদ না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান এর বিরুদ্ধে ৯ টি ও ভেরিফিকেশন সনদ বিহীন ওজন ও পরিমাপকযন্ত্র ব্যবহার করায় ১২টি নিয়মিত মামলা দায়েরসহ সর্বমোট ২১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।