পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ট্রাক মালিক সমিতির অবস্থান

15

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সোমবার থেকে সিলেটসহ ৫ জেলায় পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক জরুরী সভার মাধ্যমে শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের ১৩টি আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ, সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, ইকবাল হোসেন, প্রচার সম্পাদক ফখর উদ্দিন, দপ্তর সম্পাদক মুহিত মিয়া, শ্রমিক নেতা কাওছার আহমদ, মারুফ আহমদ, রাসেল আহমদ টিটু,লালু মিয়া, হাফিজুর রহমান, মুজিবুর রহমান সুমন, মানিক উদ্দিন, মো. শাহার উদ্দিন সাবুল, সুরুজ আলী, বাবুল মিয়া, সুজিত চন্দ্র গুপ্ত বাচ্ছু, মাহমুদ আব্দুল নূর, ফুল মিয়া, আজিজুল হক রহিম, রুবেল আহমদ, আবুল কালাম আজাদ, কালা মিয়া, মো আলমগীর, আলাল মিয়া, মকবুল ইসলাম, বদরুল ইসলাম,ছায়েল আহমদ, জসিম উদ্দিন, দিলওয়ার হোসেন,ফয়জুল ইসলাম, আব্দুর রহিমসহ ১৩টি আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি