শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে এসএমপি সদর দপ্তরে মতবিনিময়

24
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

ষ্টাফ রিপোর্টার :
সিলেটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা সক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর নাইওরপুলস্থ এসএমপি’র সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ এর সভাপতিত্বে সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, এড. প্রদীপ কুমার ভট্টাচার্য, মন্টুরাজ সিংহ, রজত কান্তি গুপ্ত, দেবর্ষী শ্রীবাস দাস, স্বামী চন্দ্রনাথনন্দ, বিরাজ মাধব চক্রবর্তী মানস, পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল আমিন, ফয়সল মাহমুদ, তোফায়েল আহমেদ, সোহেল রেজা পিপিএম, সঞ্জয় সরকার, মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, সিসিক’র প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সিওমেক এর ডাঃ সুপার্থ ভট্টাচার্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাঃ তারেক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা জেদান আল মুসা, মোঃ মনিরুজ্জামানসহ সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগন।
এসময় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে সকল সংস্থার সহযোগিতা কমনা করা হয় এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেয়। জন্মাষ্টমীর শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এসএমপি’র ট্রাফিক বিভাগ কাজ করবে বলে জানা গেছে।