বিশ্বনাথের সাতপাড়ায় শফিক চৌধুরী ॥ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

14

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েগেছে। একসময়ের তলাবিহীন ঝুড়ির এই দেশ এখন খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ তেমনি বিশ্বের দরবারেও উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। হাজর বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনারর বাংলা হিসেবে গড়ে তুলার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা স্বপরিবারে তাকে হত্যা করে এদেশে কালো অধ্যায়ের রচনা করে। ঘাতকরা মনেকরেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের আওয়ামী রাজনীতি বন্ধ করেদেবে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নিয়ে কাজ করে যাচ্ছেন। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নপূরণে দল ও মতের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতনা। গতকাল শুক্রবার বিকালে বিশ্বনাথ উপজেলার সাতপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ‘হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের’ চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা যুবলীগ কার্যনির্বাহী সদস্য আজির মিয়ার উদ্যোগে তার বাড়ীতে আয়োজিত শোকসভা ও ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আয়োজক যুবলীগ নেতা আজির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মখদ্দছ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও দৌলতপুুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও আবদুল আজিজ সুমন।
এর আগে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যপরিষদ সদস্য সদ্য প্রয়াত আ ন ম শফিকুল হকসহ ৭৫’র কালো রাত্রে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^নাথ থানার এসআই দেবাশীষ, বিশ^নাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, লালা মিয়া, আব্দুস শহিদ, হাজী আব্দুর রুপ, ইন্তাজ আলী, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, বিশ^নাথ উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, দবির মিয়া, সায়েদ মিয়া, মুহিবুর রহমান সুইট, জাবেদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন জুনেদ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সিজিল মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা আরব শাহ, রাজু আহমদ খান, মিয়াদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আক্তার হোসেন শেখ, আলী জুনেল, আমিনুল ইসলাম, মামুন আহমদ প্রমুখ।