সেলিম সিকদার
স্বপ্নচারিণী স্বপ্নের মাঝে আসো
তুমি ভালোবাসার পরশ দিতে,
লিপিষ্টিক দিয়ে গোলাপি ঠোঁটে
আমিও শিখেছি পরশ নিতে।
আমাবস্যার ঘনঘটা কালে নিশিতে
চাঁদ তারা নেই আকাশে,
পূর্ণিমার চাঁদের ন্যায় এলে ঘরে
স্মৃতিময় নিঃশ্বাস বাতাসে।
দু’জনা নিশি জেগে জেগে থাকি
মনে হয় নিশাচর পাখি,
দেহ তোমার অনন্ত যৌবনা নদী
মিটায় আমার দু’টি আঁখি।
প্রভাতে আজান দিবে মোয়াজ্জিন
ফুল পাখিরা উঠবে জেগে
ঘ্রাণ আর কলকাকলি চারিপাশে
পাশে না পেয়ে উঠবো রেগে।
সারারাত বুঝি এসেছিলে স্বপনে
চুপিচুপি পরশ দিবি গোপনে,
দিযে গেলি কত আঘাত এমনে
আছো তুমি মনে প্রাণে।