ছাদির হুসাইন ছাদি
ছন্দ-ছাতা মাথায় নিয়ে
ভুবন কোলে চলা,
ছন্দ ছলে ডানা মেলে
জাতির কথা বলা।
ছন্দে ফুটাই ঘুমন্ত ফুল
ছন্দে আঁকি ছবি,
ছন্দে থাকি বিভোর বলে
ভেবোনা কেউ কবি।
ছন্দে ভাসি স্বপ্ন ঘরে
ছন্দে হাসি একা,
ছন্দে কাঁদি পাইনা যদি
শব্দ কলির দেখা।
ছন্দে গড়ি আশার তরী
ছন্দে বুনি শিক্ষা,
ছন্দ পথের পথিক আমি
শব্দ করি ভিক্ষা।
ছন্দ ছাতায় বৃষ্টি হয়ে
শব্দ ফুটা পরে,
মনের খাতায় স্বযতনে
রাখি তারে ভরে।