ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে, দেশ-ইসলাম ও মুসলমানের দাবি-দাওয়া আন্দোলনের অগ্রসৈনিক, মৃত্যুঞ্জয়ী নেতা মাওলানা শায়খ জিয়া উদ্দিনের অবদান অনস্বীকার্য। বাতিল আর পরাশক্তির সাথে আপোষহীন যার কর্মময় জীবন। যার সুদৃষ্টিতে ইসলামি শিক্ষা বর্তমানে সিলেটসহ দেশব্যাপী যুগের সাথে তাল মিলিয়ে এগুচ্ছে। তিনিই বর্তমান ও ভবিষ্যত প্রজন্মদের জন্য আদর্শের রুল মডেল হয়ে চিরদিন থাকবেন।
বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপিট জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মহাপরিচালক, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফাক্কিরে ইসলাম আল¬ামা শায়খ যিয়া উদ্দিন এর জীবন কর্ম নিয়ে রচিত ‘মুফাক্কিরে ইসলাম’ জীবনী স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদরাসার ফাযিলদের সংগঠন আশ্-শিহাব পরিষদের ইউকে শাখার সভাপতি মাওলানা মুস্তফা আহমদ পাতনী ও সংগঠনের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস নুরুল ইসলাম খাঁন।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালিক কাসিমিও সহকারী নাযিমে তালিমাত মাওলানা বিলাল আহমদ ইমরানের যৌথ পরিচালনায় মোড়ক উন্মোচনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. আ.ফ.ম খালিদ হোসেন, শায়খুল হাদিস মাওলানা উবায়দুল¬াহ ফারুক, শিক্ষাবিদ অধ্যক্ষ পীর আতাউর রহমান, মুসা আল হাফিজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরইঘাট মাদরাসার মাওলানা শফিকুল হক, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মুফতি মুজিবুর রহমান, জামিয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছির, মেওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মতিন, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা তফজ্জুল হক আজিজ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি