ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই —–এডভোকেট জুবায়ের

16
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে জালালাবাদ থানা নয়াবাজারে মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমাদের প্রিয় বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। এর মাঝে এডিশের বাহক ডেঙ্গু মশার প্রাদুর্ভাব জনজীবনে নতুন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এথেকে মুক্ত থাকতে আল­াহর কাছে প্রার্থনা করতে হবে। পাশাপাশি ডেঙ্গু মশার জন্য আতংকিত না হয়ে বাসা-বাড়ীর আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের জালালাবাদ থানার উদ্যোগে নগরীর আখালিয়া নয়া বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। এসময় জনসাধারণের মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরণের পাশাপাশি মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের জালালাবাদ থানার আমীর মুফতী আলী হায়দার, শ্রমিক কল্যাণ জালালাবাদ থানা সভাপতি আতিকুর রহমান আতিক, জামায়াত নেতা তরুন সমাজ সেবক মোঃ ফয়জুল হক, টুকেরবাজার জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি রিয়াজুদ্দীন রিয়াজ, ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার তারেক মিয়া বাবুল, জামায়াত নেতা তাজুল আহমদ, ফেরদৌস, শরিফ আব্দুল­াহ, মাজেদ আহমদ, জয়নাল, সুবেল, বিষ্ণু দাস প্রমুখ। বিজ্ঞপ্তি