প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য – রওশনুজ্জামান সিদ্দিকী

18

এসএমপি নর্থের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য। ফলজ বৃক্ষ রোপণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি ফল থেকে প্রচুর ভিটামিন পাওয়া যায়। তাই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে বৃক্ষের প্রয়োজনীয়তা অবহিত করে নিজেদের বাসা-বাড়ি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বৃক্ষ রোপণে উৎসাহ দিতে হবে। তাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
চেতনা যুব পরিষদের উদ্যোগে ও ফ্লাওয়ার টাইম নার্সারি সিলেট‘র সহযোগিতায় সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন‘র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সভাপতি আব্দুস সুবহান আজাদ, জয়েন্ট সেক্রেটারি এইচ এম কাওছার, সাংগঠনিক সম্পাদক ইছমত ইবনে ইসহাক সানজিদ, সদস্য এম নূরুল ইসলাম, কবি কালাম, মালেক খান শাফি, লুৎফুর রহমান। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি