জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে র্যাবের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। ৬ আগষ্ট মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলা সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উলাহ, সুনামগঞ্জ র্যাব ৯ এর লেঃ কমান্ডার ফয়সল আহমদ ও র্যাবের ডিএডি নাসিম রেজার নেতৃত্বে র্যাব দল জগন্নাথপুর সদর বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায়। অভিযানকালে কারখানায় মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যে মাছি, তেলাপোকা সহ ইত্যাদি মরা জীব পাওয়ায় বাজারের রিচমুন কনফেকনারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আটককৃত মিষ্টিগুলো ফেলা দেয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আরো ২টি ফার্মেসীকে ১৬ হাজার টাকা সহ মোট ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলা সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উলাহ বলেন, এ ধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল প্রতিরোধে জনগণকে আরো সচেতন হওয়ার আহবান জানান।