শাফায়েত হোসেন
শান্ত দুপুর চারিপাশে
কৃষ্ণচূড়া হাসে,
সবুজ বনের পাতা ছোঁয়ে
বসন্তটা ভাসে।
মুখরিত সকাল- সন্ধ্যা
বসন্তেরই সাজে,
ফাগুন ধরায় আগুন লাগে
নতুন কারুকাজে।
শিমুল বনের বাগানজুড়ে
কুহেলিকা নাচে,
সাত রঙের ঐ ফাগুন হাওয়া
নৃত্য করে গাছে।
পলাশ বাড়ি কোকিল পাখি
পাখনা মেলে আসে,
পুষ্পকানন সুবাস ছড়ায়
ফাগুন ধরার মাসে।
ফুলের মুখে রাঙা হাসি
মাথায় ভরা তাজ,
ফাগুন এলে আমার দেশে
হাসে ঋতুরাজ।