নগরী ও দক্ষিণ সুরমা থেকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৬

22

স্টাফ রিপোর্টার :
নগরী ও দক্ষিণ সুরমা থেকে ৮৫০ গ্রাম গাঁজা ও ৭৮ পিস ইয়াবসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জের নবীগঞ্জ থানার টিপিপুর গ্রামের মৃত তোরণ মিয়ার পুত্র বর্তমানে শাহপরান থানার মুরাদপুরের কয়েছ মিয়ার বাসিন্দা সাবাজ মিয়া (২১), সুনামগঞ্জের শাল্লা থানার গুইনগারগাঁও গ্রামের আব্দুর রবের পুত্র বর্তমানে শহরতীর খুনিরচকের মো: তারেক (২৭), নগরীর কাষ্টঘর সুইপার কলোনীর ৩য় তলার রগুনাথের পুত্র রুপা ভাস্কও (৩৫), নগরীর তোপখানার মৃত মাহবুব আহমদের পুত্র একে এম হাসান (২৬), নগরীর লামাবাজার এলাকার মৃত গাজী মিয়ার পুত্র মো: রমজান আলী (৩৪) ও শাহপরান থানার কল্লগ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র সোয়েব আহমদ (২৪)।
পুলিশ জানায়, গত রবিবার রাত ১০ টার দিকে মোগলাবাজার থানার এএসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স সহ শ্রীরামপুর বাইপাস পয়েন্টের সামনে হতে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবাজ মিয়াকে গ্রেফতার করে।
একইদিন রাত সোয়া ৭ টার দিকে শাহপরাণ থানার এসআই আবু রায়হান নূর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় মাদকদ্রব্য বিক্রয়কালে ৩৫০ গ্রাম গাঁজাসহ মোঃ তারেককে শহরতলীর মোকামেরগুল এলাকা থেকে গ্রেফতার করে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা নির্দেশনায় রাত পৌনে ৮ টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবাসয়ী রুপা ভাস্কও, একে এম হাসান ও মোঃ রমজান আলীকে গ্রেফতার করে।
শাহপরাণ (রহঃ) থানার এসআই/মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মাদকদ্রব্য বিক্রয়কালে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত সোয়েব আহমদকে শাহপরাণ থানার নুরপুর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় ২টি মামলা, এয়ারপোর্ট থানায় ১টি মামলা ও দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল সোমবার মামলা রুজু করে তাদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।