জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকান্ডের শতবর্ষ পালনের লক্ষ্যে সিলেটের বাম প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে এক সভা গতকাল ৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর রাজা ম্যানশনস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ওয়াকার্স পাটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা আহবায়ক কমরেড উজ্জল রায়, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ¯েœহানশু ভট্টাচার্য্য, আকলিছ আহমদ চৌধুরী, বেলাল আহমদ, নিশি বিশ^াস, ওয়াকার্স পার্টির নেতা ইন্দ্রানী সেন, বাসদ (মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, এডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
সভায় আগামী ১৩ এপ্রিল শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকান্ডের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম-কে আহবায়ক করে জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকান্ডের শতবর্ষ পালন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি