শাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু

14

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে।
শাবি ক্যাম্পাসসহ সিলেট নগরীর সরকারী ও বেসরকারী আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারছেন।
‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র সভাপতি শাহরিয়ার উদ্দিন আহমেদ বলেন, “এবারের ফেস্টে দেশি বিদেশি ২৫টি প্রাইভেট প্রতিষ্ঠান ১৭০টি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিবে। এখানে প্রাথমিকভাবে ভাইবা নিয়ে ঢাকায় মূল অফিসে চূড়ান্ত ভাইবা নিয়ে চাকরি নিশ্চিত করবে এসব প্রতিষ্ঠান।”
‘সাস্টসিসি জব ফেস্ট সিজন-৩’ নামে এবারের চাকরি মেলায় ব্র্যাক, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিটোল নিলয় গ্রুপ, রেনেটা, প্রাণ আরএফএল, ভিভো, আকিজ ফুড এন্ড বেভারেজ, আরলা ফুডস, ওয়ালটন ও আফতাব বহুমুখী ফার্মসসহ মোট ২৫টি প্রতিষ্ঠান।
উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের গ্রেজুয়েটদের আউটপুট খুবই কোয়ালিটি সম্পন্ন। তারা যেখানে যাচ্ছে ভালো করছে। এধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের পছন্দের জব খুঁজে নিতে পারবে, তেমনি প্রতিষ্ঠানগুলোও যোগ্য প্রার্থী খুঁজে পাবে।”