সিলেট-ময়মনসিংহ আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

22

সিলেট ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালুকরণ বাস্তবায়ন পরিষদের ডাকে সিলেট-ময়মনসিংহ-আন্তঃনগর ট্রেন চালুকরণ ও সিলেট-নেত্রকোণা ভায়া সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়।
বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ও মহানগর শ্রমিকলীগ নেতা মো. মাহবুবুল হক এবং মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম খানের যৌথ পরিচালনায় মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহের জামাতা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেটস্থ বিভিন্ন সংগঠন মংমনসিংহ জেলা সমিতি, কিশোরগঞ্জ জেলা সমিতি, টাঙ্গাইল জেলা সমিতি, জামালপুর-শেরপুর জেলা কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ ও সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতির লিঃ এর নেতৃবৃন্দ ও সাধারণ জনতা উক্ত মানববন্ধনে যোগদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিল টিভির ব্যুরো প্রধান সাংবাদিক আল আজাদ, নেত্রকোনা জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোর্শেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সিতেশ কান্তি সাহা, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ড. মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাইফুল আলম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার সভাপতি ড. আব্দুল বাছেত, শেরপুর-জামালপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমিতির সাবেক সভাপতি সাংবাদিক মামুন হাসান, ময়মনসিংহ জেলা সমিতির আহ্বায়ক আলমগীর আলম, টাংঙ্গাইল জেলা সমিতির মেহেদী হাসান, গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমেদ, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, তাহিরপুর সমিতির সভাপতি এডভোকেট আলী হায়দার, মধ্যনগর সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সিলেট গ্যাস ফিল্ড অফিসার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. ইসমাঈল হোসেন, জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা শাহ আলম ভূইয়া, অমিত রায়, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের উজ্জল, সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন, অষ্টগ্রাম সমিতির সভাপতি শেখ আখতারুজ্জামান, তেররতন আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব, সিলেট ইয়ামনি পরিষদের সভাপতি মাওলানা এম. এ. হোসাইন, শাবিপ্রবির বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি