আনা ম্যানশন থেকে ৯ জুয়াড়ি গ্রেফতার

35

স্টাফ রিপোর্টার :
নগরীর বহুল আলোচিত তালতলাস্থ আনা ম্যানশন থেকে আবারও তীর শিলং ও জান্ডুমন্ডু খেলার অপরাধে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ২য় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।
আটককৃতরা হচ্ছে, নগরীর ভোজনবাড়ী রেস্টুরেন্টের কর্মচারী মো. নিয়ন মিয়া, বিশ্বনাথের সিরাজপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র আব্দুর রহমান (আফরোজ), টুকেরবাজারের মৃত আব্দুল খয়ের এর পুত্র বেলাল আহমদ, জল্লারপার ১৫নং বাসার বাসু মোদকের পুত্র মিঠুন মোদক, দোয়ারাবাজার কলাউরা গ্রামের আব্দুস সোবহানের পুত্র সুমন মিয়া, ভাতালিয়া (৭৫ জননী হাউজ) এর বাসিন্দা মৃত রমেন্দ্র নারায়নের পুত্র অরুন দেব, দক্ষিণ সুরমার মোমিনখলার বাসিন্দা ইউসুফ আলীর পুত্র জামাল উদ্দিন, আম্বরখানা (লোহারপাড়া-১১) এ বাসিন্দা মৃত মনু মিয়ার পুত্র সোহেল, মির্জাজাঙ্গাল (৬৩ সোনা মঞ্জিল) এর বাসিন্দা মৃত আব্দুল মজিদের পুত্র ইসলাম উদ্দিন।