বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ বলেছেন, আজকের সমাজে জ্ঞানহীন মানুষের সয়লাব হয়ে গেছে। তাই সমাজে এতো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন ও দুর্নীতি হচ্ছে। সুতরাং মনুষ্যত্ব বিকাশের জন্য জ্ঞানের রাজ্যে পদার্পণ করতে হবে। কেননা জ্ঞানার্জনের মাধ্যমে মনুষ্যত্ব লাভ করা যায়। সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয় থাকলে সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তাই প্রকৃত মানুষ হওয়ার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই।
তিনি ২৭ জুলাই বৃহস্পতিবার ৭নং মোগলগাঁও ইউ.পি মিলনায়তনে সংগঠনের সিলেট সদর পশ্চিম উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি হাফিয রইছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম মাহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুর রহমান, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার, সাধারণ সম্পাদক কবির আহমদ, আনজুমানে আল ইসলাহ সিলেট পশ্চিম জেলা প্রচার সম্পাদক বিশিষ্ট ছড়াকার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন-এর সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, আল ইসলাহ জেদ্দা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিলেট মহানগরীর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসলাম উদ্দিন শরীফ, সিলেট পশ্চিম জেলা তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রুকন উদ্দিন, আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
সাংগঠনিক সম্পাদক মুদ্দাচ্ছির আলী আল আমীনের স্বাগত বক্তব্যে এসময় উপস্থিত ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লামা আকিলপুর সাপ্তাহিক শাখার প্রধানকারী অলীউর রহমান, উপজেলা সহ-সভাপতি এনামুল হক ছাব্বির, প্রচার সম্পাদক হাফিয খালেদ আহমদ, অফিস সম্পাদক মোহাম্মদ আলী, সহ-অফিস সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাহবুব আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আলম হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফজল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসাইন সাইফ, সদস্য সাইদ আহমেদ রাসেল, ছালেহ আহমদ, আশরাফ উদ্দিন খান, ছাদিকুর রহমান, রোম্মান আহমদ, মাহবুব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি