একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
টানা দুদিনে বৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পূর্ব প্রস্তুতির জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের পওর-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক প্রমুখ।
সভায় জানানো হয়, বিগত কয়েক দিনের ক্রমাগত বর্ষণের কারণে সুনামগঞ্জ জেলার অধিকাংশ নদ-নদী সমূহের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ৮৪ সে.মি. পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার বিকাল তিনটায় সুরমা নদীর পানির উচ্চতা ৭:২৪ মি. রেকর্ড করা হয়েছে যা বিপদসীমা হতে ৪.০ সেমি উপরে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় ১৫০.০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় নদীর পানি বৃদ্ধির আশংকা রয়েছে। তবে সুনামগঞ্জ জেলায় কোথাও আগাম বন্যার কোন খবর পাওয়া যায়নি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহবানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে (ফোন নং- ০৮৭১-৬১৩৭৫) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।