লালবাজারে থাইল্যান্ডের ৫০ হাজার টাকা দামের পংখিরাজ মাছ

43
নগরীর লালবাজারে বিক্রির জন্য আনা পংখিরাজ মাছ।

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে একটি ‘পংখিরাজ’ মাছ নিয়ে আসা হয়েছে। মাছটি বিক্রির জন্য দাম চাওয়া হয়েছে ৫০ হাজার টাকা। এমন তথ্য জানিয়েছেন লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু।
তিনি জানান, পংখিরাজ থাইল্যান্ডের মাছ। এটি বাংলাদেশে বিরল। চট্টগ্রামে সাগরে এ মাছটি ধরা পড়ে। সেখান থেকে একজন বিক্রেতা মাছটি বিক্রি করেন নগরীর বন্দরবাজার লালবাজারের মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়ার কাছে। জগলু আরো জানান, লালবাজারে পংখিরাজ মাছের ওজন ৩০ কেজির বেশি হবে। বাচ্চু মিয়া এটি বিক্রির জন্য ৫০ হাজার টাকা দর চাইছেন। পংখিরাজ মাছের খবর শোনে বিভিন্ন স্থান থেকে মাছটি একনজর দেখার জন্য ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন লালবাজারে।
তবে ৩০ কেজির পংখীরাজ এ মাছটি এখনই বিক্রি হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারী লালবাজারে ৩দিন ব্যাপী ‘পৌষ সংক্রান্তী মৎস মেলা’য় মাছটি বিক্রির জন্য রাখা হবে। পাশাপাশি কুড়ালসহ আরো বেশ কিছু সামদ্রিক মাছও রাখা হয়েছে।