শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলা উদ্দিন আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আহমদ মিয়া, সুুনু মিয়া, কামাল আহমদ, মো. আব্দুল মালেক, আফজল হোসেন, রুকন উদ্দিন, জাকারিয়া রহমান, ফকির আলী, আরিফ আহমদ, রাকিন আহমদ, পিংকু কর প্রমুখ।
উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে সভায় বক্তারা, অবিলম্বে উপাচার্যকে শিক্ষার্থীদের কথা ভেবে পদত্যাগের আহ্বান জানান। বক্তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি