হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ

16

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ। প্রচন্ড তাপদাহ আবার কখনো বৃষ্টি উপেক্ষ করে প্রার্থীরা মাসব্যাপী ঘুরে বেড়িয়েছেন ভোটারদের দ্বারেদ্বারে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নিজের সাদ্যমতো চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করতে। তবে পাড়া-মহল্লায় ঘুরেঘুরে সেই প্রচারণা উৎসবের সমাপ্তি ঘটেছে শনিবার (২২ জুন) রাত ১২টার পর থেকে।
এদিকে, সচরাচর উপ-নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ দেখা না গেলেও হবিগঞ্জ পৌরসভার ক্ষেত্রে অনেকটা ভিন্ন পরিবেশ বিরাজ করছে। আওয়ামী লীগ নেতা দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় উপ-নির্বাচনেও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এরমধ্যে বেশি উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী। দলটির নেতাকর্মীরা দুই প্রার্থীকে নিয়ে দুইভাগে বিভক্ত। বলতে গেলে আওয়ামী লীগই যেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন অনেক ভোটার।
জানা যায়, হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। এরমধ্যে চারজনই আওয়ামী লীগ নেতা। অপরজন একজন বিএনপির।
প্রার্থীরা হলেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান (নৌকা), পৌর আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারকেল গাছ), হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম. ইসলাম তরফদার তনু (মোবাইল), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সতন্ত্র প্রার্থী মো. মর্তুজ আলী (চামচ) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল হাসান (জগ)।