আশা বাঁচাল পাকিস্তান

22
Pakistan's Mohammad Amir (C) celebrates with teammates after the dismissal of South Africa's Hashim Amla during the 2019 Cricket World Cup group stage match between Pakistan and South Africa at Lord's Cricket Ground in London on June 23, 2019. (Photo by SAEED KHAN / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমিতে খেলার আশা টিকিয়ে রাখল পাকিস্তান। বিশ্বকাপে রবিবার লর্ডসে দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার আর দুইটি ম্যাচ বাকি আছে। কিন্তু সেই দুইটি ম্যাচই হবে তাদের শুধু নিয়মরক্ষার ম্যাচ।
এদিন পাকিস্তানের দেয়া ৩০৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন আন্দিল ফেলুকায়ো। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ২টি, শাদব খান ৩টি, ওয়াহাব রিয়াজ ৩টি ও শাহীন শাহ আফ্রিদি ১টি করে উইকেট শিকার করেন।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আমিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান হাশিম আমলা। ৩ বলে ২ রান করেন তিনি। এরপর ৮৭ রানের জুটি গড়েন ডি কক ও ডু প্লেসিস। ২০তম ওভারে ইমাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। এরপর মার্করাম নেমে মাত্র সাত রান করে ফিরে যান। দলীয় ১৩৬ রানে আমিরের বাউন্সার ডেলিভারি মোকাবেলা করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডু প্লেসিস। অধিনায়ক ফেরার পর অন্যরা আর দলকে টেনে তুলতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হারিস সোহেলের ঝড়ো ব্যাটিং ও বাবর আজমের লড়াকু হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে ৫৯ বলে ৯টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন হারিস সোহেল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি ৩টি, আন্দিল ফেলুকায়ো ১টি, ইমরান তাহির ২টি ও এইডেন মার্করাম ১টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৪৯ রানে জয়ী পাকিস্তান।
পাকিস্তান ইনিংস: ৩০৮/৭ (৫০ ওভার)
(ফখর জামান ৪৪, ইমাম-উল-হক ৪৪, বাবর আজম ৬৯, মোহাম্মদ হাফিজ ২০, হারিস সোহেল ৮৯, ইমাদ ওয়াসিম ২৩, ওয়াহাব রিয়াজ ৪, সরফরাজ আহমেদ ২*, শাদব খান ১*; কাগিসো রাবাদা ০/৬৫, লুঙ্গি এনগিদি ৩/৬৪, ক্রিস মরিস ০/৬১, আন্দিল ফেলুকায়ো ১/৪৯, ইমরান তাহির ২/৪১, এইডেন মার্করাম ১/২২)।
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২৫৯/৯ (৫০ ওভার)
(হাশিম আমলা ২, কুইন্টন ডি কক ৪৭, ফাফ ডু প্লেসিস ৬৩, এইডেন মার্করাম ৭, রাসি ভ্যান ডের ডুসেন ৩৬, ডেভিড মিলার ৩১, আন্দিল ফেলকুায়ো ৪৬*, ক্রিস মরিস ১৬, কাগিসো রাবাদা ৩, লুঙ্গি এনগিদি ১, ইমরান তাহির ১*; মোহাম্মদ হাফিজ ০/১১, মোহাম্মদ আমির ২/৪৯, শাহীন শাহ আফ্রিদি ১/৫৪, ইমাদ ওয়াসিম ০/৪৮, ওয়াহাব রিয়াজ ৩/৪৬, শাদব খান ৩/৫০)।
ম্যাচ সেরা: হারিস সোহেল (পাকিস্তান)।