বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। তার জন্য ৪ সম্ভাব্য প্রার্থীর প্রচার প্রচারণায় মুখর গোটা ইউনিয়ন জুড়ে। গত ১৮ মার্চ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান সোয়েব আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন থেকে এর তফশীল ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন প্রার্থীতা দাখিলের শেষ দিন। আর ২ জুলাই যাচাই বাছাই, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে এ ইউনিয়নে। এ ইউনিয়নের বর্তমান হালনাগাদ অনুযায়ী ভোটার পুরুষ ৮৫৫২, মহিলা ৮৬২৫, মোট ১৭,১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে ৪ জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন বড়লেখা ট্রাক মালিক সমিতির সভাপতি, ট্রাক্টর মালিক সমিতির সহ-সভাপতি, প্রথম শ্রেণির ঠিকাদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আলহাজ¦ ইসলাম উদ্দিন। বড়লেখা উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক সাবেক ইউ.পি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন। সদর ইউ.পি আওয়ামীলীগের সভাপতি বর্তমান সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন। অপরজন হলেন সদর ইউ.পি’র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে নব্য আওয়ামীলীগে যোগদানকারী কেচরীগুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউ.পি সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত শরফ উদ্দিন নবাবও নির্বাচন করতে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।