রোমানুর রোমান
নাকটা করে শোড়ত-শোড়ত
হলে আমার সর্দি,
ভাল্লাগে না পড়ালেখার-
আঁকতে কোন ফর্দি।
সর্দি হলে পরীক্ষাটাও
হয় না ভালো মোটত,
নাকের পানি খাতায় পড়ার
ভয়ে শোড়ত-শোড়ত।
কাজ হয় না ওষুধ খেয়েও
নাক ধরি হয় জ্বালা!
কি ওষুধটা দেয় যে তারা
নাকটা যেন নালা!
কি করি ভাই- কি করি কন
সয়না জ্বালা এমন,
ইচ্ছে করে কেটেই ফেলি
নাকটা জ্বালায় কেমন!