উগ্রবাদ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় শীর্ষক সেমিনার

14

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প (Counter terrorism) এর আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন এ সিলেটের এমসি কলেজ, সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারের উদ্বোধন করেন- এসএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) পরিতোষ ঘোষ।
উদ্বোধন কালে তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে থেকে যেন উগ্রবাদ ও জঙ্গিবাদ তৈরী না হয় সেদিকে সকল ছাত্রছাত্রীদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ নিরসনে জিরো টলারেন্স ভূমিকা পালন করছে সরকার। এমতাবস্থায় বিশে^র বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোড মডেল হিসেবে গণ্য করে।
সেমিনারে উপস্থিত ছিলেন- সিটিটিসি, ডিএমপি,উপ-পুলিশ কমিশনার, এ এইচ এম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার), সিটিএসবি, এসএমপি এর অতিঃ উপ-পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, সিটিটিসি, ডিএমপি এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, সিলেট জেলার অতিঃ উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মাহবুব আলম, এসএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ) জেদান আল মুসা, সিটিটিসি, ডিএমপি এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা, সিটিটিসি, ডিএমপি এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান, এসএমপি অতিঃ উপ-পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর। এছাড়া উক্ত সেমিনারে সিলেটের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।