জগন্নাথপুরে ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ জুন সোমবার স্থানীয় পৌর পয়েন্টে অটোরিকশা (সিএনজি) সমিতির মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়। অটোরিক্সা (সিএনজি) জগন্নাথপুর পশ্চিমপার শ্রমিক সমিতির সভাপতি আজাদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পূর্বপার সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর, শ্রমিক নেতা মোশাহিদ মিয়া, আজিজ আহমদ, আলী রাজ, সেবুল মিয়া, দুলন মিয়া প্রমুখ। এতে শতশত প্রতিবাদী শ্রমিকরা অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর পৌর শহরে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাটারি ইজিবাইক (টমটম) এর নৈরাজ্যে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।