মনের হিয়া

46

তনয় কর

মন,
তোকে আমি খুঁজছি বড়
আমার আশেপাশে.
পথ আগলে থমকে দাঁড়াস,
মৃত্যু যদি আসে.

দুচোখ ভরে দেখব তোকে
আরও অনেকদিন,
তোর হাসিতেই স্পন্দন মোর
অপূর্ণ এক ঋণ.

চোখের জলে ভাসি যদি
আসিস ও মন ঘরে,
কষ্টগুলো ফেলব ছুঁড়ে
তোর আঁচলের ‘পরে.

তোর কাজলে নিশুতি রাত
গ্রহণ লাগায় রবি,
তোর নূপূরের ছন্দে নাচে
অন্ধ-পাগল কবি.