লামাকাজিতে কৃষকের ফাঁদে ধরা পড়েছে মেছো বাঘ

162

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে কৃষক কালা মিয়া’র ফাঁদে গত ২৭ এপ্রিল শুক্রবার দিবগত রাতে একটি মেছো বাঘ ধরা পড়েছে।
জানা যায়, টলা ও শেয়ালের হাত থেকে গৃহপালিত হাঁস ও মুরগী রক্ষার জন্য দীর্ঘদিন যাবৎ কালা মিয়া বাড়ির ঘরের পিছনে একটি লোহার খাচার মাধ্যমে ফাঁদ দিয়ে টলা ও শেয়াল ধরে আসছিল। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে বাড়ির ঘরের পিছনে ফাঁদটি পেতে রাখেন। ঘটনাচক্রে উক্ত ফাঁদে মুরগ খেতে এসে মেছো বাঘটি আটক পড়ে।
শনিবার সকালে কালা মিয়া ঘুম থেকে উঠে দেখেন তার ফাঁদে একটি মেছো বাঘ আটক পড়েছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন বাঘটি দেখতে বাড়ীতে ভিড় করেন। পরে সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস ও বন বিভাগকে খবর জানানো হলে, শনিবার দুপুরে বন বিভাগের লোক এসে মেছো বাঘটি নিয়ে যায়।
এলাকার মুরব্বি মোঃ আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির গৃহপালিত হাঁস ও মুরগী ধরে নিয়ে যাচ্ছিল টলা ও শেয়াল। এ প্রাণিকে ধরার জন্য রাতে কালা মিয়া একটি ফাঁদ পাতেন। শনিবার ভোরে সেই ফাঁদে একটি মেছো বাঘটি ধরা পড়ে। বিজ্ঞপ্তি