কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে স্ত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনার মামলার আসামী স্বামী ইসলাম উদ্দিন(৩০) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে পাশর্^বর্তী বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জেসমিন হত্যা মামলার প্রধান আসামী ইসলাম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন উপজেলার বাণীগ্রাম ইউপির গাছবাড়ী নয়াগ্রামের আজির উদ্দিনের পুত্র। সে পেশায় অটোরিক্সা সিএনজি চালক ছিল এবং এলাকায় মদ-গাঁজাও বিক্রি করত। উল্লেখ্য, গত ১০ মে রোজা রাখা অবস্থায় ইসলাম উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগম (১৯) কে প্রচন্ড মারমিট করলে জেসমিন সন্ধ্যা ৬টার দিকে মারা গেলে স্বামী ইসলাম উদ্দিন স্ত্রী আত্মহত্যা করেছে বলে নাটক সাজায়। পরে অবস্থা বেগতিক দেখে ঐ দিন রাতেই ইসলাম উদ্দিন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। পুলিশি তদন্তে ইসলাম উদ্দিন কর্তৃক স্ত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ অবশেষে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলাম উদ্দিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।