কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বিতরণকৃত ডিজিটাল পাঠদানের মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ডবক্স চুরির হিড়িক পড়েছে। পবিত্র রমজান মাসে গত কয়েক দিনে সংঘবদ্ধ একটি চক্র বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে এসব দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচিত হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ নিয়ে উদ্বেগ উৎণ্ঠার মধ্যে রয়েছেন।
জানা যায় গত শুক্রবার গভীর রাতে স্কুলে নৈশ্য প্রহরী থাকাবস্থায় পৌরসভার ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে স্কুলের মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ডবক্স, স্কুলের মূল্যবান দলিল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। অনুরুপ ভাবে এ ঘটনার একদিন পর শনিবার গভীর রাতে নৈশ্য প্রহরী থাকাবস্থায় কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ডবক্স নিয়ে যায় চোরেরা। এছাড়া গত বৃহস্পতিবার গভীর রাতে সাতবাক ইউপির দাবাধরনীর মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে এবং কয়েক দিন পূর্বে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজাগঞ্জ ইউপির ফালজুর বীরদল পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ভেঙ্গে একই ধরনের ডিজিটাল শিক্ষা সামগ্রী চুরি করে নিয়া যায় চোরেরা। এসব ডিজিটাল শিক্ষা সামগ্রী চুরির পিছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে অনেক শিক্ষক ও সচেতন মহল জানিয়েছেন। ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিনিসপত্র চুরির ঘটনার পরদিন থানা পুলিশ ও শিক্ষা অফিসের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেন। স্কুল থেকে শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদানের দামী শিক্ষা সামগ্রী চুরি রোধে বিদ্যালয়ে পাহারা ব্যবস্থা জোরদার, আপাতত এসব জিনিসপত্র দায়িত্বশীলদের জিম্মায় রাখার জন্য কানাইঘাট অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে সতর্কতা মূলক পোষ্টও দিয়েছেন। এসব ডিজিটাল শিক্ষা সামগ্রী চুরি হওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা থানায় সাধারন ডায়রী করেছেন বলে জানা গেছে। উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর জানিয়েছেন, বিদ্যালয়ের ডিজিটাল পাঠদানের এসব দামী জিনিসপত্র চুরির ঘটনায় তারা উদ্বিঘœ রয়েছেন। তিনি বলেন, উপজেলার শতাধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ সব ডিজিটাল শিক্ষা সামগ্রী কয়েক মাস পূর্বে বিতরণ করা হয়েছে। যাতে করে শিক্ষকরা ছাত্রদের ডিজিটাল পাঠদান করান। অনেক স্কুলে লক্ষাধিক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড বক্স, ল্যাপটপ দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলে গোপাল সূত্রধর জানান।