কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় করা শুরু করেছে সরকার। চলবে আগামি ৩১ আগষ্ট পর্যন্ত। মঙ্গলবার বিকেল ৪টায় শমশেরনগর খাদ্য গুদাম প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবীর হোসেন, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমদ খান, কৃষক, মিলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমদ খান জানান, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত প্রান্তিক চাষীদের কাছ থেকে প্রতি টন ২৬ হাজার টাকা দরে এই ধান কিনবে।