ইস্টিকুটুম ও মধুবনসহ ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

39
ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আম্বরখানা এলাকার ইষ্টিকুটুম রেস্টুরেন্ট ও মধুবন মিষ্টি বিপণীসহ ৪টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মধুবন মিষ্টি বিপণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ের বাসমতি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে ইফতারি পরিবেশনের জন্য হাবিব রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উম্মে সালিক রুমাইয়া আরো জানান, সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।