গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে জাফলংয়ের মোহাম্মদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজরাতুন নাইম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টানানোর অপরাধে কামরুল ইসলামের মাংসের দোকানে ৩ হাজার টাকা ও কয়েকটি মুদি দোকানদারকে পাটজাত দ্রব্য ব্যবহার আইনে ৭০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এস আই মিয়া নাসির উদ্দিন আহম্মদ, স্যানিটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মো: রমজান আলীসহ পুলিশ ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজরাতুন নাইম অভিযান শেষে বলেন, আজ অল্প পরিসরে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে একটি মাংসের দোকানসহ কয়েকটি মুদি দোকানে মূল্য তালিকা না টানানোসহ পাটজাত দ্রব্য ব্যবহার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি অসাধু ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।