মাহবুব আহমদ খান বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজারে র্যাব-৯ অভিযান চালিয়ে দুু’জনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার বিকেলে র্যাব-৯ এর একটি দল উপজেলার মোল্লাপুর, পাতন ও কাছাটুল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চোরাই মোটর সাইকেল ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃতরা হচ্ছেন- মোল্লাপুরের আফজল হোসেন মুন্না ও পাতন কাছাটুলের আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিনে পুত্র নিহাল আশরাফ নামের দুই যুবক। এদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। সে উত্তর- পূর্ব সিলেটের মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।
মুন্নার বাড়ি মোল্লাপুর ইউনিয়নে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সে একই এলাকায় নানার বাড়িতে দীর্ঘদিন থেকে মায়ের সাথে বসবাস করছে। আর নেহালের বাড়ি পাতন এলাকায় বলে জানা গেছে।
বর্তমানে আটককৃতদের সিলেট র্যাব-৯ এর কার্যালয়ে রাখা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, র্যাবের অভিযানে দুই যুবককে আটক করার সংবাদ শুনেছি। তবে র্যাবের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি।