ক্রীড়াঙ্গন রিপোর্ট :
আর মাত্র কয়েকটা দিন। তার পরই শুরু হয়ে যাবে ক্রিকেট দুনিয়ায় সর্বসেরা টুর্নামেন্ট। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। প্লেয়ার বাছাই থেকে শুরু করে কাকে কত নম্বরে মাঠে নামানো হবে, প্রতিটা দলই তার একটা ছক কষতে শুরু করে দিয়েছে। সঙ্গে জোরকদমে চলছে অনুশীলন।
৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এর মধ্যে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই মেগা টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করে দিল। বিশ্বকাপের ট্রফির সঙ্গে জয়ী দল কত টাকা পাবে জানেন? ৪ মিলিয়ন মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকা। এই পুরস্কার মূল্য ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
আইসিসি গত ক্রিকেট বিশ্বকাপে জয়ী দলের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছিল ৩৭ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। শুধু জয়ী দলই এই পুরস্কার পাবে না। সব মিলিয়ে মোট ১ কোটি মার্কিন ডলার পুরস্কার মূল্য ধার্য থাকছে। জয়ী দল ছাড়াও তার মধ্যে রানার্স দলকে দেওয়া হবে ২০ লক্ষ মার্কিন ডলার।
এ ছাড়া সেমিফাইনালে পরাজিত দল ঘরে নিয়ে যাবে ৮ লক্ষ মার্কিন ডলার এবং লিগ পর্যায়ে জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে ৪০ হাজার মার্কিন ডলার। বাকি দলগুলো প্রত্যেকেরই হাতে তুলে দেওয়া হবে ১ লক্ষ মার্কিন ডলারের চেক।
৯ এবং ১১ জুলাই সেমিফাইনাল ম্যাচ হবে বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টারে। আর ফাইনাল খেলা হবে লর্ডসের মাঠে। ওই দিনই এই পুরস্কার মূল্য জয়ী টিমের হাতে তুলে দেওয়া হবে। এ বারের টুর্নামেন্ট রাউন্ড রবিন পর্যায়ের। অর্থাৎ অংশগ্রহণকারী সবক’টি দলই খেলবে সবার সঙ্গে। ১৯৯২ সালের বিশ্বকাপেও একই ফরম্যাটে খেলা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফরম্যাটে খেলা হওয়ায় টুর্নামেন্ট হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সাল। প্রথম দু’বার বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে। ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জিতে নেয় ভারত। পাকিস্তান ১৯৯২ এবং শ্রীলঙ্কা ১৯৯৬ সালে এক বার করে বিশ্বকাপ জেতে।