মোঃ ছিদ্দিকুর রহমান
আমাদের ছোট গাঁয়ে
আছে বহু গাছ,
সেই গাছের ডালে করে
বাবুই পাখি বাস।
দেখতে অতি ছোট পাখি
বুদ্ধিতে সে সেরা,
লতা পাতা দিয়ে তাদের
বাসাখানি গড়া।
ঝর এলে, বৃষ্টি এলেও
নাহি ভিজে জলে,
হাওয়া এলে বাসাখানি
শুধু হেলে দুলে।
নিপুণ শিল্পী বাবুই পাখি
অসাধারণ তার কাজ,
তার বুদ্ধি দেখে ইচ্ছে করে
মাথায় পড়ায় তাজ।