সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বুধবার সকাল ১১টায় বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের আয়োজনে সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা সম্পাদক ও কমিশনার ও বিকে জিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পূর্ণিমা রানী দাস তালুকদারের পরিচালনায় অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওয়ার্কশপে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সুফিয়া বেগম, স্থানীয় কমিশনার ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকা খাতুন, সিলেট জেলা কমিশনার ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আফরীন রোজী, আঞ্চলিক পরিষদের সদস্য অব. শিক্ষক সালমা বাছিত চৌধুরী, হবিগঞ্জ জেলা কমিশনার ও বিকে জিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা আক্তার খানম, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজ্ঞপাখি শিল্পী রানী দেবী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক সহ মোট ৪৭জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি