স্টাফ রিপোর্টার :
শহরতলীর বাদাঘাটে অভিযান চালিয়ে দেড়লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুর ২টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স পূবালী ট্রের্ডাসকে নগদ ১ লাখ টাকা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫, সংশোধিত ২০১০) লঙ্গনের অপরাধে ইউরো বাংলা সিরামিক লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার জানান, বৈধ অনুমোদন না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।