ছেলে ও পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়লেন বৃদ্ধা মা

29
ওসমানীনগরে ছেলের হাতে নির্যাতনের শিকার মা ছয়ফুল বেগম।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ছেলে ও পুত্রবধূর নির্যাতনে সইতে না পেরে এক বৃদ্ধ মা গৃহ ছাড়া হয়েছেন। নির্যাতনের শিকার ছয়ফুল বেগম (৮০) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে সোম বার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আনিছুর রহমানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। নির্যাতনের শিকার ওই বৃদ্ধা জানান, দীর্ঘ দিন থেকে ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগমের নির্যাতনে কারণে নিজ বসত ঘরে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে নিজের মেয়েদের বাড়ি সহ আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত রবিবার বৃদ্ধা বাড়িতে গিয়ে বসত ঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগম তাকে বেধড়ক মারটিপ করা হয়। বৃদ্ধার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদের উপরও তারা হামলা করা হয়। তাই বাধ্য হয়ে তিনি ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দিয়েছেন। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।