আন্তর্জাতিক অসলো রোটারি বৃত্তি পেলেন সিকৃবি’র ১৪ জন মেধাবী শিক্ষার্থী

79

 

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা স্বরূপ অসলো ইন্টান্যাশনাল রোটারি ক্লাব প্রদত্ত বৃত্তি পেলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের (সিকৃবি) ১৪ জন মেধাবী শিক্ষার্থী। রবিবার সিকৃবি’র কৃষি অনুষদের ভার্চুয়াল ক্লশরুমে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ‚ঞা। পরিচালক বহিরাঙ্গন ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ওআইআরসি’র প্রেসিডেন্ট ইরিনা আনকা তানাসি এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার। অনুষ্ঠানে ¯œাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জয়কৃষ্ণ চন্দ্র বিশ^ শর্মা, দীপ্তি রাণী দে, মৌসুমী পাল, তারিন তাবাস্সুম এবং ¯œাতক পর্যায়ের শিক্ষার্থী জিনিয়া জাফরিন নিঝুম, সাথী রাণী দাস, নাহিদা সুলতানা, মান্না দাস, রাইসা হোসাইন প্রিয়তি, পিংকি দেবনাথ, মোঃ ওমর ফারুক, স্বর্ণালী তালুকদার, আরিফা আক্তার, মোঃ মাহমুদ আলী কে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি