ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় সুহেল মিয়া (৩২) নামের এক অটোরিক্সা শ্রমিক গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। আহত সুহেল মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন- সুহেলের অবস্থা সংকটাপন্ন রয়েছে এখনও তার জ্ঞান ফেরেনি। অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ শাখার সদস্য হেলাল আহমদ জানান, গত বরিবার অটোরিক্সা চালক সুহেল মিয়া এর সাথে নবীনগর এলাকার ওয়াতীর উল্যার ছেলে ট্রাক চালক আব্দুল নূরের মধ্যে রাস্তা ক্রসিং করা নিয়ে বাকবিতন্ডা হয়। অটোরিকসা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করলে আব্দুল নূর তাতে রাজি হননি। এমতাবস্থায় সোমবার বিকেলে আব্দুল নূর তার ভাইদের নিয়ে সিএনজি স্ট্যান্ডে সুহেলের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় সুহেলের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বালাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, বিষয়টি সালিশ প্রক্রিয়ায় থাকাবস্থায় আব্দুল নূর তার ভাইদের নিয়ে আমাদের স্ট্যান্ডে এসে সুহেলের ওপর হামলা করেন। এ সময় সুহেল দৌড় দিয়ে আমাদের অফিসে আশ্রয় নিলে তারা আমাদের অফিসে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেন। এদিকে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার আহত সুহেল মিয়ার ভাই মোহন মিয়া বাদি হয়ে আব্দুল নূর তার ভাই জামাল, আতাউর ও আজিজুরকে অভিযুক্ত করে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই মামলা নেয়া হবে।