ছাতকে সিমেন্ট ফ্যাক্টরিতে আনসারদের হামলায় আহত ৫

16

ছাতক থেকে সংবাদদাতা :
রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ছাতকে সিমেন্ট ফ্যাক্টরিতে বকেয়া বেতন না পেয়ে আনসারদের হামলায় এক নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। সোমবার দুপুরে কারখানার জেনারেল অফিসের ২য় তলায় এ ঘটনা ঘটে। হামলায় আহত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত আনসার সদস্যদের গেল মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। সোমবার দুপুরে আনসার ক্যাম্পের ইনচার্জ কাজল কুমার রায়ের সাথে মার্চ মাসের বকেয়া বেতনের চেক নিয়ে কারখানার প্রধান হিসাব রক্ষক সিরাজুল ইসলামের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় আনসার সদস্যরা লাঠিসোটা নিয়ে হামলা করলে নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, নিরাপত্তা প্রহরি জামাল মিয়া, কর্মচারি বিজয় লাল সিংসহ ৫ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারখানায় আনসার সদস্যদের ডিউটি বন্ধ রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।